কালিগঞ্জে আর্সেনিক প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ১৭ এপ্রিল বুধবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায় লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রাম এর আওয়াতায় আর্সোনিক প্রতিরোধ বিষয়ক উপজেলা পর্যায়ে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য প,প কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে ও সেনেটারী ইনেসপেক্টর আব্দুস সোবহানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ প্রবীর মুখার্জি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাত উদ্দিন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার জমিরুল হায়দার, উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার শেখ মুজিবার রহমান, ফায়ার সাভির্সের ষ্টোশন অফিসার আতিয়ার রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, বাংলাদেশ ক্লিনিক এন্ড ডায়গনোষ্টিক উপজেলা শাখার সভাপতি ডাঃ মিলন কুমার ঘোষ প্রমুখ।
আর্সেনিক একটি নিরব ঘাতক রোগ, আসের্নিক যুক্ত পানি পান থেকে বিরত থাকতে হবে। আসের্নিক হলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। টিউবওয়েলের পানি ছাড়াও পুকুর ডাবের পানিতে আর্সোনিক থাকতে পারে। আমাদের সকলকে আসের্নিক পানি বিষয়ে জনসচেতনতা সৃষ্ঠি করতে হবে। এর আগে বুধবার সকাল ১০টায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষ্যে র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন সহ সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী, সংবাদিক, সূধি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। র্যালী হাসাপাতালের প্রধান সড়ক প্রদক্ষিন করে।