সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে Employers Committee এর সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টি,টি,সি) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP) এর অর্থায়নে পরিচালিত ৪টি ট্রেডে ৪মাস (৩৬০ ঘণ্টা) মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণ রত প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নিমিত্তে গঠিত Employers Committee এর ২য় সভা ১৭ এপ্রিল, ২০১৯ খ্রিঃ তারিখ বুধবার বেলা ১১.০০ ঘটিকায় টিটিসি-র সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি চায়না-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ,কে,এম আনিছুর রহমান এর অসুস্থতার কারণে কমিটির সদস্য জনাব জ্যোৎস্না -আরা (সভাপতি, EMI সমবায় সমিতি ও কাউন্সিলর, সাতক্ষীরা পৌরসভা) এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান (রাসেল), ব্যবস্থাপনা পরিচালক- ডা. আফতাবউদ্দিন মেমোরিয়াল হাসপাতাল, কামালনগর, সাতক্ষীরা; জনাব মোঃ আব্দুল আজিজ, প্রোপ্রাইটর- ভাই ভাই ওয়েল্ডিং ওয়ার্কশপ, স্টেডিয়াম ব্রিজের উত্তর পাশে, সাতক্ষীরা; রনি প্লাইউড এন্ড ডোর ইন্ডাস্ট্রিজ, বিসিক শিল্প এলাকা এর ব্যবস্থাপক জনাব মোঃ সাইফুল্লাহ; ইলেকট্রো বাংলা -র সিইও জনাব মোঃ মেহেদী হাসান; সাতক্ষীরা নেট সার্ভিসের পরিচালক জনাব হাফিজ-আল-আসাদ; রোজ টেইলার্সের প্রোপ্রাইটর জনাব মোঃ আব্দুল আলীম। সভায় উপস্থিত Employers Committee এর সম্মানিত সদস্যগণ সাতক্ষীরা টিটিসি হতে SEIP এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য যার যার নিজ অবস্থান হতে সর্বোচ্চ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত যাতে এক এক জন উদ্যোক্তায় পরিণত হয় সে ব্যাপারে ও দিক নির্দেশনা প্রদান করেন। সে ক্ষেত্রে Employers Committee -র সদস্যগণ সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।সভায় সাচিবিক দায়িত্ব পালন করেন সাতক্ষীরা টিটিসি -র অধ্যক্ষ জনাব মোঃ মুছাব্বেরুজ্জামান এবং উপস্থাপনা করেন জব প্লেসমেন্ট অফিসার জনাব আরিফুল ইসলাম।