নুসরাত জাহান রাফির পুড়িয়ে মারার প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন
ফেনির সোনাগাছিয়া নুসরাত জাহান রাফির উপর যৌন নির্যাতন ও আগুনে পুড়িয়ে মারার প্রতিবাদে ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিকাশিত নারী নেটওয়ার্ক, দি-হাঙ্গার প্রজেক্ট, সুজন ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে মানববন্ধ কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী ও নারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে মানববন্ধ কর্মসূটিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ লেডিস ক্লাবের সম্পাদিকা ইলদেবী মল্লিক, বিন্দু এর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া জান্নাত, দি-হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী আনিছুর রহমান আনিছ, সাংবাদিক ইশারাত আলী, শিক্ষিকা কনিকা সরকার প্রমুখ। বক্তারা বলেন মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি যৌন নির্যাতনের প্রতিবাদ করায় তাকে আগুনে পুড়িয়ে হত্যা করে। এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবী করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাফির বাবা মা দুই ভাই তাদেরকে শান্তনা দিয়েছেন এবং তাদের সার্বিক সহযোগীতা পাশাপাশি দোষীদের উপযুক্ত শান্ত নিশ্চিত করার আশ্বাস দেন।