সাতক্ষীরায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ বর্ণাঢ্য উদ্বোধন
‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গিকার’ এই প্রতিপাদ্যে সামনে রেখে সারা দেশের ন্যায় একযোগে সাতক্ষীরায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সাতক্ষীরা সিভিল সার্জন অফিস ও তত্বাবধায়ক সদর হাসপাতালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
এসময় জেলা প্রশাসক বলেন,‘ ‘বাংলাদেশ উন্নয়শীল দেশের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য খাতে বাংলাদেশ অনেক পথ এগিয়েছে। এ জন্য বিশেষ কোনও দিন বা উপলক্ষ নয়, প্রতিদিনই মানুষকে সেবা দিতে হবে। সার্বক্ষণিক সেবার পাশাপাশি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ ছাড়া, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সার্বিকভাবে সেবার মান বাড়াতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশানারা জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ বর্ণাঢ্য ভাবে উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন।