সরকারের আশ্বাসে কাজে ফিরছেন শ্রমিকরা
সরকারের আশ্বাসে মঙ্গলবার কাজে ফিরেছে আন্দোলনরত পাটকল শ্রমিকরা।
বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে বেশ কয়েক দফায় আন্দোলনে নামে তারা। সবশেষ সোমবার থেকে ৯৬ ঘণ্টার চলমান ধর্মঘটের ১৪ ঘণ্টার মাথায় সরকার দাবি পূরণের আশ্বাস দেয়ায় শ্রমিকরা কাজে যোগদান করেন।
খুলনার প্লাটিনাম জুট মিল সিবিএ সভাপতি শাহানা শারমিন সোমবার রাতে জানান, বিক্ষুদ্ধ শ্রমিকদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠকের পর শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বৈঠকে পরিচ্ছন্নতা কর্মীদের বকেয়া ২৫ এপ্রিলের মধ্যে এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতনসহ প্রাপ্য অর্থ তিন মাসের মধ্যে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। পাশাপাশি বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে মজুরি কমিশন গঠনের সিদ্ধান্তও হয় বলে জানান ওই সিবিএ নেতা।
এর আগে খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকসহ সারাদেশের পাটকল শ্রমিকরা নয় দফা দাবিতে ৯৬ ঘণ্টার অবরোধ ও ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে। ধর্মঘটের একদিন না পেরোতেই গতরাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।