রিতম পাল ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়
কেশবপুরের ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র পাল ও গৃহীনি তপতী রাণী পালের ছেলে রিতম পাল চুকনগর এম এইচ পাবলিক স্কুল থেকে ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের নিকট কৃতজ্ঞ। তার এই সাফল্যে তার মায়ের অবদান বেশী। রিতম পাল লেখা-পড়া করে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। সে সকলে আর্শিবাদ প্রার্থী। উল্লেখ্য রিতম পালের বোন ঋতুপর্না পালও ২০১১ সালে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল।
Please follow and like us: