বিশ্বের ৫ সংযমী নেতার একজন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম সংযমী নেতা হিসেবে আখ্যায়িত করেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার মর্যাদাপূর্ণ সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ। তথ্যটি নিশ্চত করেছে নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন।
নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ রোববার মাত্র পাঁচজন বিশ্বনেতাকে নিয়ে ‘ওয়ার্ল্ডস মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্টস’ শিরোনামে একটি ফিচার প্রকাশ করে।
ওই প্রতিবেদনে শেখ হাসিনার খুব সাদামাটা মাসিক বেতনের (৮০০ মার্কিন ডলার) কথা উল্লেখ করা হয়। সেই সঙ্গে জানানো হয় ফোর্বসের ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী একশ নারী’র তালিকায় তিনি ৫৯তম অবস্থানে আছেন।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, শেখ হাসিনার সবচেয়ে অসাধারণ দুটি অর্জন হলো তার নেতৃত্বের ভূমিকা এবং বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরে মানবতাবিরোধী অপরাধকারীদের বিচারে সফলতা।
Please follow and like us: