দেবহাটায় মাদ্রাসার জমির হারীর টাকা আত্মসাৎ সহ অনিয়মের ঘটনায় অভিযোগ দায়ের
দেবহাটার পারুলিয়া আহছানিয়া মাদ্রাসার জমির হারীর টাকা আত্মসাৎ সহ বিভিন্ন কাজে অনিয়মের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) জমির হারীর টাকা আত্মসাৎ ও বিভিন্ন কাজে অনিয়মের বিষয়টি উল্লেখ করে মাদ্রাসার সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মাদ্রাসার জমিদাতা আজীবন সদস্য ফজিলা খাতুন, জাহাঙ্গীর আলম বাচ্চু ও ইব্রাহিম সরদার মিলন। দায়েরকৃত অভিযোগে জানা গেছে, অভিযোগ দায়েরকারী ফজিলা খাতুন, জাহাঙ্গীর আলম বাচ্চু ও ইব্রাহিম সরদার মিলনের পরিবার মাদ্রাসাটিতে ১৪ বিঘা ০৫ শতক জমি দান করেন। যার মধ্যে ৫ শতক জমিতে মাদ্রাসাটি স্থাপন এবং অবশিষ্ট জমি মাদ্রাসার উন্নয়নে তহবিলে অর্থের যোগান সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ স্থানীয় আব্দুল কাদের নামের এক ব্যক্তির কাছে লিজ দেয়া হয়। কিন্তু দীর্ঘ ২৫ বছর যাবৎ শরিফুল ইসলাম মাদ্রাসাটির সভাপতি পদে দায়িত্বরত থাকলেও তিনি লিজকৃত জমির হারীর টাকা মাদ্রাসার তহবিলে বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করে চলেছেন। তাছাড়া মাদ্রাসায় রেজাউল ইসলাম নামে একজন নৈশপ্রহরী নিয়োগ দেয়া হলেও তার পরিবর্তে অপর অভিযুক্ত বিদ্যুৎসাহী সদস্য আজহারুল ইসলাম নিজেই নামমাত্র কয়েকঘন্টা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে নিয়োগকৃত ওই নৈশপ্রহরীর টাকা উত্তোলন সহ আত্মসাৎ করে চলেছেন। এসকল বিষয়ে দাতা সদস্য হিসেবে অভিযোগ দায়েরকারী আজীবন সদস্য ফজিলা খাতুন, জাহাঙ্গীর আলম বাচ্চু ও ইব্রাহিম সরদার মিলন খোজখবর নিতে গেলে তাদের সাথে খারাপ আচরণ সহ গালিগালাচ দিয়ে বের করে দেয়া হয় বলেও মাদ্রাসার সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত লিখিত অভিযোগটিতে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়েছে।