পহেলা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া?
পহেলা বৈশাখের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিতে উৎসবে মাতে বাঙালিরা। সবাই এ দিনে নতুন পোশাক পরে প্রিয়জন কিংবা পরিবারের সঙ্গে ঘুরে বেড়াতে পছন্দ করে। কিন্তু বছরের এই একটি দিন যদি ঝড়-বাদলে ভেস্তে যায় তবে কারইবা মন ভালো থাকে!
না, এবার তেমন সম্ভাবনা কম। পহেলা বৈশাখের দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হলে হতেও পারে।
আবহাওয়া অধিদফতর সূত্র গতকাল শুক্রবার গণমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, ১৪ এপ্রিল পয়লা বৈশাখে আবহাওয়া পরিস্থিতি ভালো থাকতে পারে। কালবৈশাখি বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা কম। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বাড়তে পারে তাপমাত্রা।
এদিকে গতকাল শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামে সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এই অবস্থা আরো দুদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নববর্ষের দিন চট্টগ্রামে ঝড়ো হাওয়া বা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলে।
শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন দেশের কোথাও কোথাও আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্র সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।