শ্যামনগরে রাফি’র ধর্ষক ও হত্যাকারীদের শাস্তির দাবিতে রিপোর্টস ক্লাবের মানববন্ধন
শ্যামনগরে নুসরাত জাহান রাফি’র ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শ্যামনগর উপজেলা রিপোর্টস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত আইনে নুসরাত জাহান রাফি’র ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সহ- সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় মন্ডল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, সদস্য আবদুল্লাহ আল মামুন, আজিজুল হক, এমডি আক্তার সহ সকল সাংবাদিকবৃন্দ,
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, বারসিক এর প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়াদ্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, যুবলীগ নেতা আহসান, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও সি ডি ও ইউথ টিমের কাশিমাড়ি ইউনিটের সভাপতি হুমায়ুন কবীর হিমু, শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান, সিডিও ইউথ টিমের নেতৃবৃন্দ, শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের সদস্যবৃন্দ, প্রমিজের স্বত্বাধিকারী মিঠু, শ্যামনগর মাইক্রো ও প্রাইভেট চালক সমিতির নেতৃবৃন্দ, শ্যামনগর মোটরসাইকেল চালক সমিতির নেতৃবৃন্দ, সাতক্ষীরায় জেলা, ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী (দাজ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের শ্যামনগর সাব কমিটির সাধারণ সম্পাদক আসাফুর রহমান সাজু সহ সর্বস্তরের জনসাধারণ।