পৌরসভার ০৯ নং ওয়ার্ডে পথচারী ও এলাকাবাসীর চলাচলে সৌর বিদ্যুতের উদ্বোধন
সাতক্ষীরা পৌরসভার সাধারণ পথচারী ও এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সৌর বিদ্যুতের স্ট্রীট লাইট স্থাপন করে উদ্বোধন করা হয়েছে।
শনিবার পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রসুলপুর নিম পুকুর রাস্তার ও মেহেদীবাগ জামে মসজিদের সামনে পৌরসভার সাধারণ পথচারী ও এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সৌর বিদ্যুতের স্ট্রীট লাইটের উদ্বোধন করেন পৌরসভার ০৯ নং ওয়ার্ডে বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শেখ শফিক উদ- দৌলা সাগর। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রদত্ত এবং রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) সদর ব্রা অফিসের ব্যবস্থাপনায় পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডে দুটি সৌর বিদ্যুতের স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে।
এসময় পৌরসভার ০৯ নং ওয়ার্ডে বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শেখ শফিক উদ- দৌলা সাগর বলেন, আমার ওয়ার্ডের মানুষদের ভালবাসায় আমি সিক্ত। তারা বারবার তাদের মহা মূল্যবান ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। তাদের কাছে আমি চির ঋণী। তাদের উন্নত নাগরিক সেবা দিয়ে সেই ঋণ শোধ করতে চেষ্টা করছি।
পৌরসভার সাধারণ পথচারী ও এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সৌর বিদ্যুতের স্ট্রীট লাইট স্থাপন করায় ঐ এলাকার মানুষ ও পথচারীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এসময় উপস্থিত ছিলেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)র সদর অফিসের ব্রা ম্যানেজার মোঃ. নাজমুন খান, মোঃ. আব্দুল হান্নান, ফিল্ড অফিসার জসীম উদ্দিন, মেহেদীবাগ জামে মসজিদের সভাপতি রবিউল ইসলাম খান, সাধারণ সম্পাদক সাবেক সেনা সদস্য মোঃ. রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, এরশাদ গাজী, ইলিয়াছ গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।