আশাশুনির কাপসন্ডায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডায় প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
কাপসন্ডা গ্রামের ছিয়ামুদ্দিন সরদারের পুত্র আকবর হোসেন জানান তিনি, বাড়ির পাশে ২ বিঘা জমি হারি নিয়ে দু’বছর যাবত মৎস্য চাষ করে আসছেন। প্রতিবেশী মিয়ারাজ সরদারের পুত্র আশরাফুল ইসলাম ওরফে নাটু ঐ ঘের থেকে বিভিন্ন সময় মাছ চুরি করেন। মাছ চুরির অপরাধে কয়েকবার শালিসী বৈঠক করা হয়েছে। শালিসে নাটু মোচলেকা দিয়ে রেহাই পায়। মাছ চুরির পাশাপাশি তাদের পোষা হাঁস ছেড়ে দিয়ে ঘেরের মাছ খাওয়নোসহ ক্ষতি তছরুফ করে থাকেন। হাঁস বন্দ করতে অনেকবার তাদেরকে সতর্ক করা হলেও বন্দ করেনি। বৃহস্পতিবার দুপুরে আকবর ঘেরে আটন দিতে গিয়ে দেখে হাঁসে মাছ ধরে খাচ্ছে। বাধ্য হয়ে তিনি একটি হাঁস আটক করে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরে আকবরের স্ত্রী নাছিমা খাতুন (৩১) মাছের ঘেরে গেলে নাটু ও তার ভাই আনারুল ইসলাম তাকে ধরে বেদম মারপিট করেন। এক পর্যায়ে নাছিমা জ্ঞান হারিয়ে ফেললে তাকে ফেলে রেখে তারা কেটে পড়ে। এসময় আকবর পুনরায় ঘেরে গিয়ে দেখে তার স্ত্রী জ্ঞান হারিয়ে পড়ে আছে। দ্রুত তাকে আশাশুনি থানা-পুলিশকে দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ইউপি সদস্য আরব আলি বিষয়টি নিয়ে আক্রমনকারী নাটুর সাথে মোবাইলে কথা বললে তিনি থানা পুলিশ যা করার করুক প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকী প্রদর্শন করেছেন বলে আকবর জানান। এলাকাবাসী জানান, নাটু সুদের ব্যবসার মাধ্যমে এলাকার অসহায় মানুষদেরকে কব্জায় ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে এখন আর কাউকে তুয়াক্কা করেন না। এব্যাপারে তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।