কলারোয়ায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“সবার জন্য নিরাপদ পানি “ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব পানি দিবস- ২০১৯ উদযাপিত হয়েছে ।
বৃহস্পতিবার (১১ এপ্রিল)সকাল ১০ টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা প্রশাসন ও কলারোয়া পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর এম সেলিম শাহ নেওয়াজ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,কলারোয়ার সহকারী কমিশনার( ভূমি) মোঃ আক্তার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহসিন আলী, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ।
অনুষ্ঠান সূচির মধ্যে প্রথমে উপজেলা পরিষদ হতে একটি র্যালী বের হয়ে কলারোয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
সভাপতির বক্তব্যে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ বলেন,পৃথিবীর চার তৃতীয়াংশ পানি।তাহলে নিরাপদ পানির প্রশ্ন কেন।সাতক্ষীরার অন্য সকল উপজেলার মধ্যে কলারোয়ায় আর্সেনিকের প্রবণতা বেশি ।তাই আমরা সমন্বিত চেষ্টায় নিরাপদ পানির অপচয় রোধ করি। শপথ নেই আমরা কোনোভাবেই পানিকে দুষিত করবো না।