‘দ্বাদশ সংসদে ৫০ ভাগ আসনে ইভিএমের পরিকল্পনা’
দ্বাদশ সংসদ নির্বাচন ৫০ ভাগ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ পরিকল্পনার কথা জানান তিনি।
সচিব বলেন, এখন থেকে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। যেখানে বিদ্যুৎ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে সেসব উপজেলায় বেছে বেছে ইউনিয়ন পরিষদেও ইভিএমে ভোট নেয়া হবে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ না হলেও ফিফটি পারসেন্ট আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু ৩ হাজার ৮২৫ কোটি টাকার একটা প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওই প্রকল্পের মাধ্যমে দেড় লাখ ইভিএম সংগ্রহ করা হয়েছে। এগুলো শুধু সংগ্রহে রাখার জন্য নয়। গেল জাতীয় নির্বাচনের আগেই ওই প্রকল্প নেয়া হয়।
এ বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি এখনো নিশ্চিত নয়, এটা পরিকল্পনা মাত্র। এজন্য অবশ্যই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দরকার আছে।
ট্যাবের বিষয়ে সচিব বলেন, উপজেলা পরিষদের তৃতীয় ধাপে চারটি উপজেলায় ট্যাব ব্যবহার করা হয়েছে। সেখানে দুইটি উপজেলার ফলাফল দ্রুত পেয়েছি। দুইটি উপজেলায় সমস্যা হয়েছে। সে কারণে চতুর্থ ধাপের ছয়টি উপজেলায় এটি ব্যবহার করা হয়নি। ট্যাবের সফটওয়্যার আরো অপটিমাইজেশনের প্রয়োজন রয়েছে। এগুলো ঠিক করতে যে কোম্পানির কাছ থেকে এটি কেনা হয়েছে, তাদের অনুরোধ করা হয়েছে। এটি তারা ঠিক করে দেবে।
তিনি বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ইভিএম ব্যবহার করা হবে। সেখানে ট্যাব ব্যবহার করা হবে।
ইসি সচিব বলেন, এখন থেকে নির্বাচনী এলাকায় ইন্টারনেটের গতিটা বাড়িয়ে দিতে বিটিআরসিকে অনুরোধ করবো।