চেয়ারম্যান সাঈদ মেহেদীর সাথে সাংবাদিক ও পেশাজীবীদের মত বিনিময়
কালিগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী মঙ্গলবার (৯এপ্রিল) রাত সাড়ে ৮ টায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পিরোজপুরস্থ নিজস্ব কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় করেছেন।
প্রবীণ আওয়ামীলীগ নেতা মাষ্টার নরিম আলীর সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঈদ মেহেদী। তিনি ২৪ মার্চ শান্তিপূর্ন ও সহিংস মুক্ত উপজেলা নির্বাচন অনুষ্ঠানের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকদের বলেন আপনারা লেখনি দিয়ে অনেক সহযোগীতা করেছেন। সাংবাদিকরা সমাজের দর্পণ, সমাজ বিনির্মাণে বিশেষ ভূমিকা রয়েছে। আমার নির্বাচনী ইস্তিহার বাস্তবায়নে সকলকে নিয়ে কাজ করতে চাই।
তিনি আরো বলেন কালিগঞ্জ উপজেলাকে কেমন দেখতে চান এবং আগামীতে আধুনিক মডেল উপজেলা গড়াসহ এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন আমি সকল রাজনৈতিক দলের সমর্থনে এবং ভোটে নির্বাচিত হয়েছি। নিজেকে আজীবন জনকল্যাণে বিলিয়ে দেওয়ার প্রত্যায় ব্যক্ত করে তিনি আরো বলেন কিছু কুচক্রী ব্যক্তি নির্বাচন পরবর্তী সংহিসতা সৃষ্টি করে পরিবেশ নষ্ট করতে চেয়েছিল। এলাকার উন্নয়নে নাগরিক ফোরাম বা কমিটি গঠন করে সেই সকল কমিটিতে সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে রাখা হবে। উন্নয়নের পরিকল্পনা আমার রয়েছে। সততা ও সুন্দরের শক্তি দিয়ে আমি কাজ করে যেতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। এসময় সাংবাদিকরা নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীকে ধন্যবাদ জানিয়ে বলেন কালিগঞ্জ উপজেলায় সুপেয় পানি, জলাবদ্ধতা, চিংড়ী চাষে অবকাঠামো উন্নয়ন, কালিগঞ্জ শিল্পকলা একাডেমী, ক্রীড়া সংস্থা, নদী খনন, প্রেসক্লাবের পাশ দিয়ে নাজিগঞ্জ অভিমুখে ব্রীজ নির্মাণ, বিদ্যুৎ, রাস্তা, পার্ক উন্নয়নসহ ফুলতলা মোড় দৃষ্টিনন্দন করার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। অ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুলের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক শেখ এবাদুল ইসলাম, সাংবাদিক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ শামীম-উর-রহমান, মনিরুজ্জামান মহসীন, মনিমালা গাইন, মনিরুজ্জামান মনি, হাফিজুর রহমান, মাষ্টার শফিকুল ইসলাম প্রমুখ।