সাতক্ষীরায়য় মন্টু মিয়ার বাগান বাড়ি সড়কের কাজে অনিয়মের অভিযোগ
সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে মন্টু মিয়ার বাগান বাড়ি সড়কের কাজে ত্রুটির কারণে (নিম্ন মানের খোয়া ব্যবহার করায়) অনিয়মের অভিযোগ উঠেছে।মানা হচ্ছেনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিম্নমানের মালামাল অপসারণের নির্দেশনা।
সোমবার (৮এপ্রিল) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে স্থানীয় এলাকাবাসী সাংবাদিকদের জানান, আমরা বাধা দেওয়ার কারণে কিছু দিন বন্ধ থাকার পর, নিম্নমানের সেই খোয়া আবারও দেয়া হচ্ছে সড়ক নির্মাণ কাজে। যা আমরা প্রতিরোধ করতে পারছিনা।তাই আপনাদের দ্বারস্থ হয়েছি।
তারা আরো জানান, স্থানীয় এলাকাবাসীদের দেয়া অভিযোগে ভিত্তিতে গত ১৮ ফেব্রুয়ারি-১৯ ৪৬. ০২. ৮৭০০. ০০১. ০৯. ১৯৮. ১৮ নম্বর স্মারকে এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু ঠিকাদার প্রতিষ্ঠান ঝালকাঠি জেলার রাজাপুর থানার বাগড়ীবাজারের নাসির উদ্দীন আকনের মালিকানাধীন মেসার্স আকন ট্রেডিং এন্ড কোম্পানিকে সড়কের কাজে ত্রুটির কারণে (নিম্ন মানের খোয়া ব্যবহার করায়) উক্ত মালামাল অপসারণের আদেশ দেন।
তিনি ওই স্মারকে উল্লেখ করেন, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় সদর উপজেলার ফিংড়ি এফআরবি সালাম ঢালীর বাড়ি থেকে ওয়াপদা বেঁড়িবাধ ভায়া নজরুল সড়ক, কদমতলা বাজার হতে রাজনগর বাজার ভায়া লবসা ইউপি অফিস এবং শহরের ইটাগাছা আরএন্ডডি উপজেলা হেড কোয়াটার থেকে ঘোনা ইউপি সড়ক পর্যন্ত সর্বমোট ৯ হাজার ৩’শ ২ মিটার নির্মাণ কাজের ত্রুটি হচ্ছে বলে স্থানীয়দের দেয়া অভিযোগে ভিত্তিতে তিনি জানতে পারেন।
এমতাবস্থায় তিনি গত ১৮ ফেব্রুয়ারি শহরের ইটাগাছা (মন্টু সাহেবের বাগান বাড়ি সড়ক) আরএন্ডডি উপজেলা হেড কোয়াটার থেকে ঘোনা ইউপি সড়কের নির্মাণ কাজ পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান সেখানে ব্যবহৃত খোয়া সিডিউল ও স্পেসিফিকেশন বহির্ভূত যা অপসারণ করা প্রয়োজন।
নিম্নমানের ওই খোয়া অপসারণ পূর্বক শিডিউল ও স্পেসিফিকেশন মোতাবেক খোয়া মজুদ করে ল্যাবরেটরিতে পরীক্ষণতে সন্তোষ জনক ফলাফল সাপেক্ষে কাজ বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেন। এতে তিনি আরো উল্লেখ করেন, ব্যর্থতায় শিডিউল/স্পেসিফিকেশন বহির্ভূত মালামাল ব্যবহারে বাস্তবায়িত কাজের কোন বিল প্রদান করা হবেনা।
স্থানীয় এলাকাবাসীর দাবি শিডিউল অনুসারে যথাযথ ভাবে সড়ক নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানার জন্য মেসার্স আকন ট্রেডিং এন্ড কোম্পানির স্বত্বাধিকারী নাসির উদ্দীন আকনের কাছে ফোন দিলে তিনি তার ফোনটি রিসিভ করেননি।
এ ব্যাপারে এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু জানান, নিম্নমানের খোয়া অপসারণের আদেশ দেয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সময় সেখান থেকে সেগুলো অপসারণ করেন। তবে, বর্তমানের আবারও সেখানে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে কিনা তা তিনি খোঁজ খবর নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবেন বলে জানান।