‘প্রথম তিন মাসে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ শতাংশ’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভার প্রথম তিন মাসে বাস্তবায়িত সিদ্ধান্তের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি বছরের ৭ জানুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত মন্ত্রিসভার ৫টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৩৬টি সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে ২৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আর ১২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।
সচিব বলেন, অনুমোদিত নীতি ছিল দুইটি ও অনুমোদিত চুক্তি হয় একটি। আর সংসদে ৫টি আইন পাশ হয়েছে। ফলে বাস্তবায়িত সিদ্ধান্তের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।
তিনি জানান, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার সাতটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোট ৬৩টি সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে ৪৩টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আর বাস্তবায়নাধীন ছিল ২০টি।
এ ছাড়া অনুমোদিত নীতি ছিল তিনটি ও অনুমোদিত চুক্তি হয় চারটি। আর সংসদে ১৫টি আইন পাশ হয়। ফলে বাস্তবায়িত সিদ্ধান্তের হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ।