গাইবান্ধায় বাস খাদে, নিহত ৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার রাতে বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। রাত আড়াইটায় রংপুর-ঢাকা মহাসড়কে বালুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল ইসলাম বলেন, বরকত ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে বুড়িমাড়ী যাচ্ছিল। বালুয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম বলেন, আহতদের তিনজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নয়জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Please follow and like us: