আশাশুনি হিন্দু মহাজোট নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা : জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাতক্ষীরার আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুজন সানাকে কুপিয়ে জখম, বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রিয় শাখার আয়োজনে হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এ্যাড দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রিয় শাখার মহাসচিব এ্যাড গবিন্দ চন্দ্র পরামানিক, সিনিয়র সহ-সভাপতি ডাঃ এম কে রায়, সহ-সভাপতি সাধন মন্ডল, সিনিয়র যুগ্ন মহাসচিব উত্তম কুমার দাস, যুগ্ন মহাসচিব এ্যাড উদয় বসাক, ডাঃ হেমন্ত দাস, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড প্রতিভাবিাগচী, ছাত্র বিষয়ক সম্পাদক সুমন কুমার সরকার,হিন্দু যুব জোটের নির্বাহী সভাপতি প্রদীপ শংকর, প্রধান সমন্বয়কারী প্রশান্ত হালদার, সাংগঠনিক সম্পাদক প্রবীর সরকার, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারন সম্পাদক হরে কৃষ্ণ বাবুরী প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এবিএম মোস্তাকিমের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শহীদুল ইসলাম পিণ্টু। শহীদুল ইসলাম পিণ্টুর আনারস প্রতীকের পক্ষে কাজ করায় উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুজন সানাকে ২২ মার্চ সকালে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে গদাইপুর গ্রামের কুখ্যাত রাজাকার যুদ্ধাপরাধী মামলার আসামী মোজাহার সরদারের ছেলে ধর্ষণ, হত্যা, ডাকাতি ও চঁাদাবাজিসহ কমপক্ষে ২০টি মামলার আসামী খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হলেও কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
অবিলম্বে ডালিমসহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।