মুরগির বাচ্চার জীবন বাঁচাতে যাওয়া সেই শিশু পুরস্কৃত
ছয় বছর বয়সী এক শিশুর সাইকেলের তলায় পড়েছিল প্রতিবেশীর এক মুরগির বাচ্চা। তাড়াহুড়ো করে কাছে থাকা ১০ রুপি নিয়েই শিশুটি আহত মুরগির বাচ্চাকে বাঁচাতে ছুটে যায় হাসপাতালে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।
এরপরই মানবিকতায় দৃষ্টান্ত রাখার জন্য ভারতের মিজোরামের সাইরাংয়ের সেই শিশু ডেরেক সি লালছানহিমাকে পুরস্কৃত করেছে তার স্কুল কর্তৃপক্ষ।
এছাড়া শিশুটির এমন মানবিক কাজের একটি প্রশংসাপত্রও দেয়া হয়েছে। যাতে লেখা রয়েছে ‘ওয়ার্ড অব অ্যাপ্রিশিয়েসন’।
বৃহস্পতিবার দুই হাতে প্রশংসাপত্র ধরে রাখা ও ফুল হাতে হাসিমাখা নিষ্পাপ মুখ ফের ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গত বুধবার প্রতিবেশীর মুরগির বাচ্চাটিকে সাইকেল চাপা দিয়ে অপরাধবোধে অনুতপ্ত শিশুটি তার কাছে থাকা ১০ রূপি নিয়ে মুরগির বাচ্চাটাকে পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যায়। সেখানে শিশুটির সরলতা ও মানবিকতা দেখে অভিভূত এক নার্স তার ছবি তোলেন। পরে সাংগা নামের একটি আইডি থেকে ছবিটি ফেসবুকে পোস্ট করা মাত্র লাখ মানুষ তাতে রিয়েকশন দেয় ও হাজারো মানুষ কমেন্ট ও শেয়ার করে।