হেলিকপ্টার হামলায় পাঁচ রোহিঙ্গা নিহত
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হেলিকপ্টার হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাখাইন প্রদেশে মুসলিম রোহিঙ্গাদের ওপর এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন রাখাইনের অধিবাসীরা।
হামলার ঘটনা প্রসঙ্গে স্থানীয় আইন প্রনেতা মং কিয়াও জান বলেন, এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে বুথিডাউং শহরের একটি হাসপাতালে নেয়া হয়েছে। আকাশ পথে এ হামলা চালানো হয়েছে।
এদিকে দেশটির সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মেজর জেনারেল তুন তুন নিয়ি বলেন, এ ব্যাপারে সঠিক সময়ে সঠিক তথ্য জানানো হবে।
রাখাইনের কিন তুয়াং গ্রামের কমিউনিটি নেতা জাকির আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বুধবার বিকেল ৪টার দিকে এই হামলা চালানো হয়। এই ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের মিয়ানমার প্রতিনিধি দলের প্রধান স্টিফেন সাকালিয়ান বলেন, হামলায় আহত ১৩ জন বুথিডং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের জরুরি অস্ত্রোপচার প্রয়োজন।
প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের সেনা বাহিনী কর্তৃক দেশটির রাখাইন রাজ্য থেকে অত্যাচারিত হয়ে প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশত্যাগ করতে বাধ্য হয়। এরপর তারা বাংলাদেশের শরণার্থী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।