পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ!
দেশে মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সভাপতি এহসান মানি জানিয়েছেন খুব দ্রুত পাকিস্তান সফর করবে বাংলাদেশ ও শ্রীলংকা।
স্থানীয় গণমাধ্যমে ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, ‘ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে আমাদের একটি সিরিজ রয়েছে। এ নিয়ে বিসিবির সঙ্গে আমরা কথা বলছি। দ্রুত টাইগাররা এ দেশে সফরে আসবে বলে আমি আশাবাদী।’
এদিকে লংকানদের সঙ্গেও সিরিজ আয়োজনের ব্যাপারে কথা কথা বলেন এহসান মানি, ‘আমরা ভবিষ্যতে শ্রীলংকাকে আতিথ্য দেয়ার চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে দ্বীপ দেশটির সঙ্গে যোগাযোগ রাখছি। এই ইস্যুটি সংবেদনশীল। কারণ ২০০৯ সালে পাকিস্তানে লংকানদের আক্রমণ করে জঙ্গিরা।’
২০০৯ সাল থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। তবে এরই মধ্যে বেশ কিছু ম্যাচ খেলেছে কয়েকটি দল। ২০১২ সালে লাহোরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে শ্রীলংকা। এছাড়া ২০১৮ সালের করাচিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপরও পাকিস্তান সফরের ব্যাপারে আগ্রহী নয় কোনো দল।