টানা দ্বিতীয়বারের মত আইসিটি এওয়ার্ড পেলেন তালার আতাউর
ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন আইটি বিভাগ কর্তৃক আয়োজিত শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ অবদান স্বীকৃতি সরূপ আইসিটি শ্রেষ্ঠ উদ্যোক্তা -১৯ প্রাপ্ত হয়েছেন ইছামতী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক সাতক্ষীরা তথা তালার কৃতি সন্তান এম আতাউর রহমান এলিট ।গতকাল পাবনার দাওয়াত বাড়ি হোটেলে ও কনফরেন্স সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: গোলাম ফারুক প্রিন্স ।
মোঃ রফিকুল ইসলাম সভাপতিতে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল আহমেদ, সহকারী পরিচালক মোঃ আবুল হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাটমোহর ছাইকোলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, হরিপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, ছাইকোলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ হাসিনুর রহমান ও মোঃ মোস্তাক আহমেদ, পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান ।