আশাশুনিতে এইচএসসি পরীক্ষার ১ম দিন অনুপস্থিত ৫

এইচ এস সি পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষায় আশাশুনিতে ৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ১ হাজার ৬ শত ১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬ শত ৯৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে।

আশাশুনি উপজেলার ২টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশাশুনি সরকারি কলেজ কেন্দ্রে ৩৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত থাকায় ৩৮৯ জন পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন অধ্যক্ষ মিজানুর রহমান। আশাশুনি মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত থাকায় ৪৩৭ জন পরীক্ষা দিচ্ছে। কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন অধ্যক্ষ সাইদুল ইসলাম। দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুল কেন্দ্রে ও ভেন্যু কেন্দ্রে ৮৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত থাকায় ৮৬৮ জন পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল ও অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হেচ্ছ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)