কলারোয়ায় দুপ্রক’র বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী
কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজিত বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডা: আব্দুল জব্বার।
বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩ টি ইভেন্টে প্রথম স্থান লাভ করে অর্ণবী পাল রিয়া। বিতর্কে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে তাসনিম কবীর ও শান্তা। রচনায় দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে তাসনিম কবীর ও রোমা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় পেয়েছে সুরাইয়া ও সাথী। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করে।
তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি লতিফা আখতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দুপ্রক সদস্য সহকারী অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ, শিক্ষক উৎপল কুমার সাহা প্রমুখ।