২৬ লাখ সিম বন্ধ হচ্ছে এপ্রিলে
বায়োমেট্রিক পদ্ধতিতে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি সিম নিবন্ধন করার নিয়ম করে দিলেও তা না মানায় ২৬ লাখ সিম আগামী এপ্রিলের শেষদিকে বন্ধ হচ্ছে।
সিমগুলো বন্ধ করার এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরই মধ্যে এ বিষয় নিয়ে দেশের সব মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকও করেছে বিটিআরসি।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সব মোবাইল অপারেটরদের কাছে এসব সিম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হবে। পরে অপারেটরা তাদের নিজ নিজ গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে প্রতিটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টি সিম রাখবে এবং বাকিগুলো বন্ধ করে দেবে।
গ্রাহকরা তাদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধন রয়েছে তা সহজেই জানতে পারবেন মোবাইলের মাধ্যমে। *১৬০০১# ডায়াল করে নিজের জাতীয় পরিচয়পত্রের শেষ চার ডিজিট পুশ করেই জানা যাবে নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধিত আছে।