সৌদিতে ওষুধ চুরির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার
সৌদি আরবের মদিনায় একটি হাসপাতাল থেকে বিপুল পরিমাণ ওষুধ চুরির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে।
চুরি যাওয়া ওষুধগুলো উদ্ধার করা হয়েছে। এসব ওষুধের মূল্য ৪০ লাখ রিয়াল (সৌদি মুদ্রা) বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সম্প্রতি কিডনি ও হেপাটাইটিস রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ মদিনার ওই হাসপাতালের গুদাম থেকে উধাও হতে শুরু করে। পরে বিষয়টি জননিরাপত্তা কর্মকর্তারা তদন্ত করে এর রহস্য উদঘাটন করেন। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
গত দুই বছরের মধ্যে এই নিয়ে চতুর্থবারের মতো মদিনার হাসপাতাল থেকে ওষুধ চুরির ঘটনা ঘটলো। ২০১৭ সাল থেকে রহস্যজনকভাবে কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে বিপুল পরিমাণ ওষুধ গায়েব হতে শুরু করে। ওই বছরের আগস্টে কি ফাহাদ হাসপাতাল থেকে ওষুধ গায়েব হওয়ার সংবাদ প্রকাশ করে আরবি দৈনিক আল-মদিনা অ্যারাবিক। ওষুধ চুরির দ্বিতীয় ঘটনাটি ঘটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান গুদাম থেকে। সেখানে কিডনি ও হেপাটাইটিস রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ চুরি হয়েছিল। তৃতীয় ঘটনাটি ঘটে নগরীর ডায়াবেটিস চিকিসা কেন্দ্রে। এখান থেকে ডায়াবেটিস রোগীদের বিপুল পরিমাণ ওষুধ গায়েব হয়ে গিয়েছিল।