সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৬৮০ বোতল ফেনসিডিল উদ্ধার
এবার বৈধপথে ভারত থেকে আসা সিরামিক কেমিক্যালের ভেতর মিল্লো ৬৮০ বোতল ফেনসিডিল।
বৈধভাবে ভারত থেকে আসা সিরামিকের কেমিক্যালের ভেতরে চোরাপথে আসা ৬৮০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক (যশোর-ট ১১- ১৬ ৫৩) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একাটি দল। শনিবার ভোররাতে সাতক্ষীরার বিনেরপোতা বাইপাস সড়কে এ আটকের ঘটনা ঘটে । এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের পরিদর্শক হারান চন্দ্র পাল জানান, ভোমরা পোট এলাকা থেকে বড় একাটি ফেনসিডিলের চালান ঢাকায় পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লাবসা বাইপাস সড়কে আমরা ট্রাকটিকে সিগনাল দিলে চলক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। ট্রাকটিকে ধাওয়া করলে চালক ও হেলপার ট্রাকটি বিনেরপোতা বাইপাস সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে ট্রাক তল্লাশি করে সিরামিক কেমিক্যালের ভেতরে থাকা চারটি বস্তায় ৬৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল গুলো ভোমরা পোট এলাকা থেকে ঢাকায় নিয়েযাওয়া হচ্ছিলো। তিনি আরো জানান, এ সময় আমার সাথে অভিযানে অংশ নেয় এসআই হাফিজ,ফারুক,এএসআই হানিফ,মনির সহ সঙ্গীয় ফোর্স।