শ্যামনগরে নদী ভাঙ্গন রোধের দাবীতে মাবনবন্ধন
জলবায়ু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ও নদী ভাঙ্গন কবলিত এলাকার জন সাধারণের অংশ গ্রহণে আজ দুপুর ১২টায় উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মালঞ্চনদী সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৫নং পোল্ডারের ভাঙ্গন কবলিত বেড়ী বাঁধের উপর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিষদের সদস্য, স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও ভাঙ্গন কুলের বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক জনগণ এ মানববন্ধনে অংশ নেয়।
দাতিনাখালী গ্রামের নাসির মোড়লের বাড়ী থেকে সাবেক ইউপি সদস্য জলিল গাজীর বাড়ী পর্যন্ত প্রায় ৫শত মিটার বেড়ী বাঁধের ২/৩ অংশ নদী গর্ভে বিলীন হয়েছে এবং বাকী টুকুতেও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, যা যে কোন মূহুর্ত্বে নদী গর্ভে বিলীন হয়ে কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
সাংবাদিক আনিসুজ্জামান সুমন এর সভাপতিত্বে মানববন্ধনে নদী ভাঙ্গন রোধের দাবীতে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, স্থানীয় জনগণের মধ্যে আলহাজ্জ্ব আকরাম হোসেন, সামাজিক বনায়ন কর্মী আবু ইসহাক ও জলবায়ু পরিষদের নারী সদস্য শেফালী বেগম। বক্তারা অনতি বিলম্বে ভাঙ্গন কবলিত বেড়ী বাঁধ মেরামত সহ স্থায়ী টেক সই বেড়ী বাঁধ নির্মাণের দাবীতে প্রধান মন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।