সাতক্ষীরার পেশাদার গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ধারাবাহিক ভাবে প্রতি তিন মাস অন্তর দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে শুরু হয়েছে পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে রবিবার।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল, দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরটিএ খুলনা বিভাগের উপ-পরিচালক ইঞ্জি: মো. জিয়াউর রহমান, সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, সিভিল সার্জনের প্রতিনিধি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মোঃ মোশারফ হোসেন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক মোঃ নাসিরুল আরিফিন, প্রধান অতিথি চালকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। প্রধান আলোচকের বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইলতুস মির পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ অতিথি বক্তব্যে বিআরটিএ খুলনা বিভাগের উপ-পরিচালক ইঞ্জি: মো. জিয়াউর রহমান কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশাদার চালকদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করিবেন না,বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.জয়ন্ত সরকার, সাতক্ষীরার ট্রাফিক সার্জেন্ট মোঃ মোশারফ হোসেন, ম্যাকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মো. আবু জামাল। কর্মশালায় উপস্থিত বিভিন্ন পেশাজীবী চালকদের সড়ক দুর্ঘটনা বিষয়ের উপর ভিডিও চিত্র প্রদর্শন, ট্রাফিক সংকেত বিতরণসহ কুইজের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চালকদের মধ্যে বক্তব্য রাখেন, হারুন অর রশিদ, মোঃ আরশাদ আলী, মোঃ আব্দুল বাসার, মোঃ আব্দুর রশিদ, মোঃ এবাদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র অফিস সহকারি নাসির উদ্দীন, সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক আব্দুল গফ্ফার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের ম্যাকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মো. আবু জামাল ও অফিস সহকারী মোঃ নাসির উদ্দিন। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ১২৪ জন পেশাদার চালক অংশ গ্রহণ করে।