বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা শাখার কার্যনির্বাহী কমিটির জরুরী সভা
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা কার্যনিবাহী কমিটির জরুরী সভায় জেলায় নির্বাচিত জনপ্রতিনিধি (এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ) এবং সংগঠনের দলীয় নেতৃবৃন্দ কে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সংগঠনের জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন জেলা সভাপতি ডাঃ এম তাহের, অধ্যাপক তপন কুমার শীল, আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম যুগ্ন-সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু বাক্কার প্যথল, সহ-সাংগঠনিক সম্পাদক আহছান হাবিব, শেখ মহিউদ্দীন, আল আমিন সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আহমেদ বাদল, কৃষি ও সমবায় সম্পাদক নূরুজ্জান বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক মাষ্টার আয়ুব আলী, মানব উন্নয়ণ সম্পাদক মাষ্টার আব্দুল আওয়াল, ত্রাণ সম্পাদক শফিকুল ইসলাম, মৎস্য ও প্রাণি সম্পদ সম্পাদক মোখলেছুর রহমান, ভুমি সম্পাদক আব্দুস সালাম, কুটির শিল্প সম্পাদক আহাদ আলী, মহিলা সম্পাদক রওশান আরা বানু, বন ও পরিবেশ সম্পাদক কিয়াম উদ্দীন গাজি,কৃষি ঋণ ও পুনর্বাসন সম্পাদক হাফিজুল ইসলাম, সদর উপজেলা সভাপতি সৈয়দ আব্দুস সেলিল, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু, আশাশুনি উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, কালিগঞ্জ সভাপতি মুকুল বিশ্বাস। এসময়ে উপস্থিত ছিলেন তালা সাধারণ সম্পাদক হামিদুজ্জামান সুজন, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য নুরুল ইসলাম, মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়, লুৎফর রহমান টুকু,শংকর মন্ডল, শেখ জামাল হোসেন, রাশিদুল ইসলাম,হযরত আলী প্রমুখ। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল আনায়নের লক্ষ্যে শহরস্থ্য জেলার সিনিয়র নেতৃবৃন্দ দের সমন্বয়ে ১৭ সদস্য বিশিষ্ট্য ওয়ার্কিং কমিটি গঠন, জেলার নির্বাচিত এমপিগণ, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ এবং দলের জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশ কে ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে নির্বাহী সদস্য মনোনীত করায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।