স্যাটেলাইট ধ্বংস করায় ভারতের ওপর খেপেছে আমেরিকা
মহাকাশে লাইভ স্যাটেলাইট ধ্বংস করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। দেশটি বলছে, অযথা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে মহাকাশের সর্বনাশ ডেকে আনা ঠিক নয়।
বুধবার অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে লো-আর্থ অরবিটে (এলইও) থাকা একটি কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করে ভারত। মাত্র তিন মিনিটের মধ্যে এই অপারেশন শেষ হয়। জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা জানান।
অস্থায়ী মার্কিন প্রতিরক্ষা সচিব প্যাট্রিক শাহানান বৃহস্পতিবার বলেন, আমরা সবাই আছি মহাকাশে। পৃথিবী রয়েছে এই মহাকাশেরই একটা দিকে। সেই মহাকাশটা যেন দুর্বিষহ হয়ে না ওঠে। মনে রাখবেন, মহাকাশটা এমন একটা জায়গা যেখানে আমরা ব্যবসা করতে পারি। মহাকাশ এমন একটা জায়গা যেখানে আমরা সবাই স্বাধীনভাবে নানা ধরনের গঠনমূলক কাজ করতে পারি।
মার্কিন মহাকাশ সংস্থা নাসাও ভারতের সমালোচনা করেছে, মহাকাশ বাহুবল জাহির করার জায়গা নয়। সেটা করতে গিয়ে অন্য দেশের বিপদ ডেকে আনাটাও ঠিক নয়।
ভারত ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মহাকাশে পৃথিবীর কাছের কক্ষপথে (লো আর্থ অরবিট) উপগ্রহের ধ্বংসাবশেষের ২৫০টি টুকরো পেয়েছে মার্কিন সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ড। তারা বলছে, টুকরোগুলো যত এগিয়ে আসবে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে, ততই তা দেখা যাবে আরো বেশি করে। ওই সংখ্যা বাড়তে পারে।