আশাশুনিতে পাবলিক প্রাইভেট সেক্টরের উৎপাদন গ্রুপের ওয়ার্কসপ
আশাশুনিতে পাবলিক প্রাইভেট সেক্টরের উৎপাদন গ্রুপের ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিসে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি’র ইনহেল্ডার প্রজেক্টের আয়োজনে লক্ষিত এলাকার জনগণের অংশ গ্রহনে অনুষ্ঠানে টীকা, ঔষধ, সেবা ও বাজার সৃষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সাথে সাথে উন্নয়ন দলের সদস্য ও হাঁস-মুরগি পালনকারী, গবাদি পশু পালনকারীদের সাথে ডিম-মাংস ব্যবসায়ী, ফিড মিলারদের যোগসুত্র তৈরির ব্যাপারে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। অন্যদের মধ্যে ডাঃ তোফায়েল আহমেদ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার, জুনিয়র প্রোগ্রাম অফিসার মৌসুমী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
Please follow and like us: