বনানীর আগুন নিয়ন্ত্রণে, নিহত ৭
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে। এঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। এর মধ্যে একজন বিদেশি। তিনি শ্রীলংকার নাগরিক।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ওসি ফরমান আলী। নিহতরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলংকার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশিষ বর্ধন বলেন, আহত শতাধিক। আমরা সার্চ করে দেখছি কোনো ডেড বডি আছে কি না।
Please follow and like us: