সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলার চার্জশিট দাখিল
নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের মামলায় ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
বুধবার সকালে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনিতা গুহের আদালতে এটি জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর জাকির হোসেন।
চার্জশিটে অভিযুক্তরা হলেন-মো. সোহেল, মো. হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু ওরফে কুড়াইল্যা বাসু, আবুল ওরফে আবুইল্যা, মোশারফ, ছালা উদ্দিন, রুহুল আমিন, হাসান আলী ওরফে বুলু, জসিম উদ্দিন, হেঞ্জু মাঝি, মুরাদ। বাকী দুইজনের নাম জানাননি মামলার আইও।
মামলার তদন্তকারী কর্মকরর্তা (আইও) জাকির হোসেন বলেন, চার্জশিটে নয় আসামি ছাড়াও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সাতজনসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। আটজন এজাহারভুক্ত আসামির পর রুহুল আমিনসহ বাকী সাতজনের নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দুই আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এখন রুহুল আমিনসহ ১১জন আসামি কারাগারে আছেন। এদের মধ্যে আটজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
৩০ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানদের বেঁধে ওই নারীকে গণধর্ষণ করা হয়। ৩১ ডিসেম্বর দুপুরে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন নির্যাতিতার স্বামী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে চরজব্বর থানায় মামলা করেন।