কালিগঞ্জে উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আ’লীগ নেতার উপর হামলা
উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় নিরঞ্জন কুমার পাল (বাচ্চু) কে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। সে কালিগঞ্জ উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য এবং মুকুন্দ মধু সুধনপুর গ্রামের মুত নন্দলাল পালের ছেলে।
ঘটনাটি মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় বিষ্ণুপুর বাজারে মন্দির সংলগ্নে ঘটেছে। থানায় দায়েরকৃত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, বাচ্চু পাল বুধবার সন্ধ্যায় পারিবারিক প্রয়োজনে মটর সাইকেল যোগে বিষ্ণুপুর বাজার যান।
বাজারের অদূরে মন্দির সংলগ্নে পৌঁছাইলে চাঁচাই গ্রামের মৃত, মান্দার মোড়লের ছেলে দিদারুল ইসলাম দিদার (৩৫) পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় এবং এলোপাথাড়ি ভাবে পিটাইতে থাকে। এ সময় দিদার অকথ্য ভাষায় গালিগালাজ করে বলতে থাকে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছিস কেন?।
হামলার একপর্যায় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসী দিদারসহ তার দোসররা দ্রুত মটর সাইকেল যোগে পালিয়ে চলে যায়।
ঘটনার বিষয়ে বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন বলেন, সম্পূর্ণ অন্যায় ও পরিকল্পিত ভাবে পরিষদের মেম্বর এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাচ্চুকে মারপিট করেছে। ইউনিয়নের শান্ত পরিবেশকে উত্তপ্ত করতে একটি চক্রের উস্কানিতে এমনটা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শুধাংশু শেখর হালদার বলেন, বিষয়টি খতিয়ে দেখে হামলাকারীদের সনাক্ত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।