কলারোয়ার চন্দনপুরে ১০টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ স্লোগানকে সামনে রেখে কলারোয়া উপজেলার চন্দনপুরে ১০টাকা কেজি ধরে চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়ে। বুধবার সকালে কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে হত দরিদ্রদের মাঝে এ চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। চাউল বিতরণ কালে ইউপি চেয়ারম্যান মনি বলেন-ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন করতে ১০ টাকা ধরে দারিদ্র পরিবারকে চাল পৌঁছে দিতে এ কার্যক্রম হাতে নেন সরকার। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সকলকে সকারের উন্নয়ন কাজে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এসময় তিনি আরো বলেন-বাংলাদেশে কেউ আর দুঃস্থ থাকবে না, এই শব্দটিই যেন আর ব্যবহার করতে না হয়, সে জন্যই সরকার কাজ করে যাচ্ছে। ‘আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, নিজেদের জন্য নয়। আওয়ামী লীগ ক্ষমতা আসে জনগণকে দিতে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ দারিদ্রমুক্ত হবে। বিশ্বে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন- ট্যাক অফিসার উপজেলা আনছার ভিডিপির প্রতিনিধি হোসেন আলী, ডিলার রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ প্রমুখ। চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন কালে ইউপি চেয়ারম্যান মনি বলে- সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এ ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল পাবে মোট ১৩২৫ টি কার্ডধারী সাধারণ মানুষ। চান্দুড়িয়া-গোয়ালপাড়া, কাদপুর ও চন্দনপুরের ৩টি ওয়ার্ডে এ চাল বিতরণ করা হচ্ছে। প্রতি কার্ডধারী ৩০ কেজি করে চাল উত্তোলন করবেন।