সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে : উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার
মায়ের মত সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। সুন্দরবনকে ঘিরে বিশ্বের মাঝে বাংলাদেশের যত পরিচিতি। এদেশের বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ হতে মায়ের মত আগলে রেখেছে সুন্দরবন। সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সুন্দরবনের যাবতীয় সম্পদ রক্ষা করার জন্য তিনি বন সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। আজ বুধবার বিকাল সাড়ে ৩ টায় মুন্সিগঞ্জ বরষা রিসোর্ট সেন্টারে সাতক্ষীরা রেঞ্জ অফিস পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এমন উক্তি করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার। তিনি বলেন, সুন্দরবনকে বনদস্যু মুক্ত করতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে সুন্দরবন হতে অধিকাংশ বনদস্যু নির্মূল করে তাদের পুনর্বাসিত করা হয়েছে। সুন্দরবন নির্ভরশীল বনজীবীদের নিরাপত্তার জন্য বন কর্মকর্তাদের নির্দেশ দেন। মন্ত্রী সুন্দরবন সহ- ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সাথে এক মত বিনিময় করেন। এর আগে সকাল সাড়ে ১১ টায় উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার সাতক্ষীরা রেঞ্জ অফিসের পরিচালনায় কলাগাছিয়া ইকো ট্যুরিজম বিনোদন কেন্দ্র পরিদর্শন করেন। বন সংরক্ষক, খুলনা অঞ্চল, আমীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা বিভাগীয় বন সংরক্ষক (পূর্ব) মাহমুদুল হাসান ও বন সংরক্ষক (পশ্চিম) বসির-উল-আল মামুন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার এবং নব নির্বাচিত শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বক্তারা সুন্দরবনকে রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) জিএম রফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বন বিভাগে সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।