দেবহাটায় অসুস্থ্য পীর কেবলার শয্যাপাশে উপজেলা চেয়ারম্যান গণি
দেবহাটার আষ্কারপুরে অসুস্থ পীর কেবলা আলীম বক্সের শয্যাপাশে গিয়ে সুস্থতা কামনা করেছেন দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। মঙ্গলবার বিকালে উপজেলার আষ্কার পুরের বাসভবনে পীর কেবলা আলীম বক্স কে দেখতে যান তিনি। এ সময় অসুস্থ পীর কেবলার শয্যাপাশে বসে তার শারিরীক অবস্থার খোজখবর নেয়ার পাশাপাশি সুস্থতা কামনাও করেন উপজেলা চেয়ারম্যন গনি।
Please follow and like us: