শার্শায় প্রথম সন্তানের ২৬ দিন পর দুই সন্তান জন্ম দিল এক প্রসূতি
শার্শায় আরিফা ইয়াসমিন ইতি নামের এক নারী একটি সন্তানের জন্মের ২৬ দিন পর আরও দুটি সন্তান জন্ম দিয়ে চাঞ্চল্যর সৃষ্টি করে অবাক করে দিয়েছে। গত ২৫ ফেব্রুয়ারী শার্শার সুমন বিশ্বাসের স্ত্রী আরিফা খাতুন এক শিশুর জন্ম দেন। এর পর সে বুধবার যশোর আদ-দ্বীন হাসপাতালে এক ছেলে ও এক কন্যা শিশুর জন্ম দিয়েছে।
আরিফা ইয়াসমিন ইতির স্বামী সুমন বলেন সন্তান প্রসাবের প্রায় এক মাস পরে আরিফা আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর আ্দ-দ্বীন নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার (২৭ মার্চ) ওই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও দুটি সন্তানের জন্ম প্রসব করেন।
এ ব্যাপারে ঐ হাসপাতালের ডাক্তার শীলা পোদ্দার বলেন মাতৃগর্ভে একাধিক সন্তান থাকলে একসাথে প্রসব হতে দেখেছি। কিন্তু প্রায় একমাস পর আবারও বাচ্চা প্রসবের ঘটনা বিরল। তবে অপারেশনের শেষ পর্যায় বুঝতে পারি ঐ প্রসূতির জরায়ু দুটি। যার একটিতে একটি ছেলে সন্তান আর অপরটিতে দুটি কন্যা সন্তান ছিল। নবজাতক ও মা সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।