আমার স্বাধীনতা
আমার স্বাধীনতা তুমি,
হে,মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দিয়েছো একটি লাল সবুজ পতাকা
দিয়েছো আমাকে একটি স্বাধীন ভূ-খন্ড,
আর বিশ্ব বুকে একটি রক্তিম মানচিত্র
যে পতাকার ছায়াতলে বসে আমি জুড়ায় দেহ,মন ও প্রাণ
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যারা হলো শহীদ
৩০ লক্ষ লাশের নিশানা স্বাধীন বাংলাদেশ
২লক্ষ মা-বোনদের সম্ভ্রম হানীর বিনিময়ে পেলাম
আমার বাংলাদেশ — আমার শান্তির ঠিকানা
সবুজ জমিন বিছানায় আমার হোক শান্তির ঘুম,
কেড়ে নিতে আসে যদি কেউ আর সেই সুখ
বলছি মাগো তোমায়,ঝলসে দেবো,শেষ করে দেবো
পৃথীবী থেকে, শিকড় উপড়ে ফেলে দিবো সেই পরগাছার
যারা আমার দেশের ভিতর বসে ষড়যন্ত্র করে
আমার মাকে বিপাকে ফেলতে চায়
উন্নতি, প্রগতি, শান্তিতে ছোবল দিতে চায়
তাদের বিরুদ্ধে গর্জে উঠবো আবার মাগো,
আমরা আছি তোমার পাশে, সকল কাজে
সকল সময় শুধু অপেক্ষায় আছি,
তোমার আঙ্গুলি ইশারার দিক নির্দেশনায়
জাতির পিতার সেই আহবানের ন্যায়
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম —- (সংক্ষেপিত)