কলারোয়ায় শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন
কলারোয়ায় জাতীয় গণহত্যা দিবসে পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালরাত্রীতে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রকৌশলী নাজমুল হাসান, জাকির হোসেন, পাবলিক ইনস্টিটিউটের সহ.সভাপতি শেখ সহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক রামাকান্ত সরকার, অধ্যক্ষ আব্দুল বারিক, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মাস্টার সাইফুল ইসলাম, নিয়াজ আহম্মেদ খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি স ালন করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা।