ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সাঈদ প্রচার প্রচারণায় এগিয়ে
কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সাঈদুর রহমান সাঈদ উপজেলা ব্যাপী ব্যাপক গণসংযোগ করে চলেছেন। তিনি অন্য ভাইস চেয়ারম্যান প্রার্থীর চেয়ে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। তিনি কেশবপুর পৌরসভা-সহ ১১ টি ইউনিয়নের তাঁর টিয়া পাখি প্রতীকে ভোট চেয়ে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছেন।
জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সাংবাদিক সাঈদুর রহমান সাঈদ গণসংযোগ শুরু করেন। ইতিমধ্যে তিনি একজন সৎ, যোগ্য, উচ্চ শিক্ষিত, সাহসী, গরীবের বন্ধু, শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী, দলিত বান্ধব ও সর্বোচ্চ সামাজিক ব্যক্তি হিসাবে উপজেলা বাসীর হৃদয়ে নিজেকে স্থান করে নিয়েছেন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, ইভটিজিং প্রতিরোধ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে ব্যাপক ভূমিকা রেছে চলেছেন। একজন সৎ ও নির্ভিক সাংবাদিক হিসাবে দীর্ঘদিন যাবৎ জনগণকে তথ্য সেবা দেয়ায় চাঁদের আলো নামক সমাজ হিতৈষী সংগঠন-সহ অসংখ্য সংগঠন তাঁকে সম্মাননা প্রদান করেছে। উপজেলা বাসী মনে করেন ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সাঈদুর রহমান সাঈদের বিকল্প নেই।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ বলেন, সাংবাদিকতার কারণে আমাকে উপজেলা ব্যাপী ছুটে বেড়াতে হয়। বিভিন্ন সময়ে উপজেলার অসংখ্য মানুষের চাওয়ার কারণে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জনসেবা করার জন্য আমি উপজেলা বাসির নিকট টিয়া পাখি প্রতীকে ভোট চাই।