পুকুরে গোমুত্র ফেলে হাজার হাজার টাকার মাছ নষ্ট
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা গ্রামে পুকুরে গোমুত্র ফেলে হাজার হাজার টাকার মাছ নষ্ট করা হয়েছে। জানা যায় গতকাল সোমবার ব্যাংদহা গ্রামের মৃত্যু ফনিভূষন দাশের ছেলে বিধান চন্দ্র দাশের পুকুরে পার্শ্ববর্তী প্রতিবেশী মৃত্যু রাধাপদ কর্মকারের ছেলে গোপাল ও গৌতম কর্মকার তাদের গোয়াল ঘরের প্রতিদিনকার গোমুত্র ফেলে কয়েক হাজার টাকার মাছ নষ্ট করেছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায় বিধান চন্দ্র দাশ কয়েক বার গোয়াল ঘরের গোমুত্র পুকুরে ফেলতে নিষেধ করে কিন্তু এই গোপাল ও গৌতম তার বাধা উপেক্ষা করে সন্ত্রাসী কায়দায় কাজ চালিয়ে যেতে থাকে। বিধান কোন উপায় অন্ত না দেখে ইউপি সদস্য শেখ জাকিরুল হক কে ঘটনাটি জানায়। ইউপি সদস্য নিজে ঘটনা স্থলে গিয়ে গোপাল এবং গৌতমকে আলাদা হাউস করে গোমুত্র ফেলার কথা বলে। তারা ইউপি সদস্যের কথা অমান্য করে ওই পুকুরে যথারীতি গোমুত্র ফেলতে থাকে।বিধান বাধা দিতে গেলেই তাকে লাঠি নিয়ে মারতে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের কাছ থেকে জানা যায় এই দুষ্কৃতিকারী গোপাল কর্মকার এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গ্রাম থেকে উদাহ।তারা টাকা চাইতে গেলেই তাদের বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর নিবেদন এই গোপালের দ্বারা যেন আর কোন গ্রামবাসী ক্ষতি গ্রস্ত না হয়।