শ্যামনগরে চেয়ারম্যান দোলন, ভাইস চেয়ারম্যান সাইদ ও ডলি
শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাইদ-উজ-জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা আইয়ুব ডলি নির্বাচিত হয়েছেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুজ্জামান ঘোষিত সর্বমোট ৮৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন ৭২ হাজার ৫২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলমের প্রার্থী জিএম ওসমান গনি পেয়েছেন ১০ হাজার ৬৬৮ ভোট। এছাড়া লাঙল প্রতীকের প্রার্থী ডিএম আজিবার রহমান পেয়েছেন ৯৬৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক সাইদ-উজ-জামান টিউবওয়েল প্রতীক নিয়ে ৩২ হাজার ৮৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স ম আব্দুস সাত্তার পেয়েছেন ২৪ হাজার ৪৩ ভোট। এছাড়া অসীম কুমার মৃধা টিয়া পাখি প্রতীকে ১৬ হাজার ৮৯৪ ভোট, মিজানুর রহমান উড়োজাহাজ প্রতীকে ৯ হাজার ৬৫ ভোট ও মো. ফারুক হোসেন চশমা প্রতীক নিয়ে ৯৫৭ ভোট পেয়েছেন।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস প্রতীকের খালেদা আইয়ুব ডলি ৪৫ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাপিয়া হক কলস প্রতীক নিয়ে ১৫ হাজার ৫৯৯ ভোট, নুরজাহান পারভীন পদ্মফুল প্রতীকে ১৩ হাজার ১০০ এবং নাফিজা সুলতানা ফুটবল প্রতীকে ৮ হাজার ৪৩ ভোট পেয়েছেন।
শ্যামনগর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৩ হাজার ১৭টি। ভোট পড়েছে ৮৬ হাজার ৫১২টি। ভোট বাতিল হয়েছে ২ হাজার ৫৬টি। ভোট কাস্ট হয়েছে ৩৪ দশমিক ১৯ ভাগ।