সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ লাখ টাকার মালামাল জব্দ, আটক ১
সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ ৯০ হাজার ৭০০ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে। রবিবার ভোরে ভোমরা, বাঁকাল চেকপোস্ট, হিজলদি ও কাকডাঙ্গা সীমান্তে এসব অভিযান চালানো হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় ফেনসিডিল, চা পাতা, শাড়ি ও স্যান্ডেল ।
বিজিবি এ সময় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। আটক চোরকারবারীর নাম দিবাশিষ ঘোষ (৪৫)। সে ভারতের উত্তর চব্বিশ পরগুনা জেলার ঘোজাডাঙ্গা গ্রামের রবীন্দ্রনাথ ঘোষের ছেলে।
বিজিবি জানায়, সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা, বাঁকাল চেকপোস্ট, হিজলদি ও কাকডাঙ্গা সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ৭০০ টাকা মূল্যের মালামাল জব্দ করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।