বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল আটক
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, চা পাতা, ফুটবল খেলার বুট এবং সেন্ডেল জব্দ করেছে।
শুক্রবার রাতে হিজলদী বিওপি’র সদস্যরা বড়ালী মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১২০ টি ভারতীয় শাড়ী জব্দ করে।
এদিকে, শনিবার কাকডাংগা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৮৩ কেজি ভারতীয় চা পাতা ও কেড়াগাছি থেকে ৬৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ১২০টি ভারতীয় শাড়ি এবং ৫৬ জোড়া ভারতীয় ফুটবল খেলার বুট এবং ৪০২ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে।
৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয় টি নিশ্চিত করেছে ।
Please follow and like us: