চিত্রশিল্পী এম.এ জলিল’র তৃতীয় একক চিত্রপ্রদর্শনীরউদ্বোধন ২৫ মার্চ
সাতক্ষীরার বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ জলিল’র তৃতীয় একক চিত্রপ্রদর্শনী ‘ইষিকা’র অর্কেস্ট্রা’ ২৫মার্চ সন্ধ্যায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। শেষ হবে আগামী ২৯ মার্চ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
২৯ মার্চ সন্ধ্যায় সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এড. ফাহিমুল হক কিসুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ভাষা গবেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, চিত্রশিল্পী মুহাঃ আশরাফ উদ্দীন, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, শিক্ষক স্বপন কুমার শীল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম। আলোচক হিসেবে থাকবেন কবি শুভ্র আহমেদ ও কবি স ম তুহিন। স ালনায় থাকবেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন। উক্ত চিত্রপ্রদর্শনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী এম এ জলিল।