প্রথম দিনেই ‘কেশরী’র বাজিমাত!
বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার ও পরিণীত চোপড়া অভিনীত ছবি ‘কেশরী’ ২১মার্চ মুক্তি পেয়েছে। চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে।
এদিন সিনেমাটি আয় করেছে ২১ কোটি ৫০ লাখ রুপি। ৮০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ভারত জুড়ে প্রায় ৩ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পায়। আর বক্স অফিস হিসেবে আজকে দিন পর্যন্ত ছবিটি আয় করেছে ৩৮ কোটি রুপি।
২০১৯ সালে বলিউডে যেসব ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘কেশরী’। অনুরাগ সিং পরিচালিত ছবিটি মাসব্যাপী বক্স অফিস মাতিয়ে রাখবেন বলে ধারণা করছেন ছবি বিশ্লেষকরা। তাছাড়া ‘গালি বয়’ ও ‘টোটাল ধামাল’র আয়েও ‘কেশরী’ ভাগ বসাবে বলে অনেকের ধারণা।
১৮৯৭ সালের সারাঘারি যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘কেশরী’ ছবিটি। ছবিটিতে হাবিলদার ইশার সিং’র চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। আর অক্ষয়ের বিপরীতে ইশরপত্নী জিওয়ানির চরিত্রে পরিণীতি চোপড়া। এটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনস, ইশা আম্বানি ও টুইঙ্কল খান্না।