সকল ভেদাভেদ ভুলে জননেত্রীর প্রার্থীকে বিজয়ী করুন-মুনসুর আহম্মেদ
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ বলেছে জননেত্রী শেখ হাসিনা’র মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাইর রহমান কে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে নেতা কর্মীদের কে এক হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
কালিগঞ্জ উপজেলা ১২ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ২২মার্চ বিকাল ৪টায় কালিগঞ্জ বঙ্গবন্ধু’র ম্যুরালের সামনে বিশাল নির্বাচনী জনসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী আলহাজ্ব শেখ আতাউর রহমান। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে। আপনার নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি কালিগঞ্জ আধুনিক তিলতমা উপজেলায় গড়ে তুলবো।
কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খাঁন আসাদুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু।
তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা ও নৌকাকে ভাল বাসলে এলাকার উন্নয়ন চাইলে ২৪ মার্চ নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করুন। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুব ক্রীড়া কমিটির সদস্য বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা সেচ্চাসেবকলীগের সাবেক সভাপতি খান জাহিদুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ধলবাড়ীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জির সঞ্চালনায় জনসভায় উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ১২টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।